ফেনী রেলস্টেশনে ৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে রেলওয়ে পুলিশ। আটক সেই মাদক বিক্রেতার নাম মোহাম্মদ ইব্রাহীম হোসেন (৩৫)।
বুধবার রাত ৯টার দিকে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানাতার বিরুদ্ধে মামলার নির্দেশ দেন।
ম্যাজিস্টেট সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালায়। এসময় ইব্রাহিমকে ফেনসিডিলসহ আটক করা হলেও মূলহোতা মাসুদ ও ফাতেমীকে আটক করা সম্ভব হয়নি। তাদের নেতৃত্বেই স্টেশন এলাকায় বিস্তার করেছে মাদকের ব্যবসা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর