নওগাঁর রানীনগর উপজেলায় ফরিদা বেওয়া (৫৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ফরিদা বেওয়া উপজেলার পারইল বিষা নাপিতপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী।
জানা যায়, বৃদ্ধা ফরিদা বেওয়া তার ছেলে ফরিদ হোসেন ও পুত্রবধূ সাবিনা ইয়াসমিনের সঙ্গে থাকতেন। ফরিদ গ্রামের একটি পুকুরের চৌকিদারের কাজ করেন। বুধবার রাতে পাহারা দিতে গিয়ে সকালে ফিরে এসে মায়ের গলাকাটা লাশ বাড়ির বারান্দায় বিছানার উপর পড়ে থাকতে দেখতে পান।
এ ঘটনায় প্রাথমিকভাবে পুত্রবধূ সাবিনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান।
মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম