নিখোঁজের একদিন পর মারিয়া (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে নরসিংদী থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে শহরের তরোয়া কাবুলশাহ (র:) কালেক্টরেট স্কুলের পিছনে পরিত্যক্ত জায়গা থেকে লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেল থেকে শিশু মারিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। রাতে শহরে মাইকিং করা হয়েছে, সকালে বাড়ীর পাশে স্কুলের পরিত্যক্ত জায়গায় মারিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত মারিয়া তরোয়া এলাকার নজরুল এর মেয়ে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন