ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া পশ্চিমপাড়া পুকুর থেকে রাশেদা খাতুন (৪০) নামে এক সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রাশেদা দোমড়ানো গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী। এ ঘটনায় স্বামী তোফাজ্জল হোসেন পলাতক রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সকালে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি পানিতে ডুবে মারা গেছেন নাকি কেউ হত্যা করে পানিতে ফেলেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিপ্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান