সমঝোতা না হওয়ায় ঝালকাঠি সড়কের ওপর থেকে তৃতীয় দফায় বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো দক্ষিনাঞ্চল-পশ্চিমাঞ্চলের ৮ রুটে বরিশাল মালিক সমিতির বাস চলাচল বন্ধ করে দিয়েছে ঝালকাঠি বাস মালিক সমিতি।
বুধবার বিকেল থেকে ঝালকাঠির রায়াপুর নামক স্থানে অবস্থান নিয়ে বরিশাল মালিক সমিতির বাস বন্ধের এ কর্মসূচি শুরু করে ঝালকাঠি বাস মালিক সমিতি।
ফলে ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, মহেষপুর ও খুলনার রূপসা মালিক সমিতিসহ ৮ রুটের বাস বরিশালে যাচ্ছেনা। ঝালকাঠির এ সড়ক দিয়ে চলতে দেয়া হচ্ছে না বরিশাল মালিক সমিতির কোন বাস। এতে করে বরিশাল যেতে ঝালকাঠির শেষ সীমানায় রায়াপুর নামক স্থানে নেমে চার কিলামিটার বিকল্পযানে করে যেতে হচ্ছে যাত্রী সাধারণকে। আর বরিশাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যেতে হলে বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ড থেকে ৪ কিলোমিটার পথ বিকল্প যানে করে ঝালকাঠি আসতে হচ্ছে। ফলে খুলনা-বরিশাল রুটের যাত্রীদের জন্য সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি।
ঝালকাঠি জেলা বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, ঝালকাঠির ৮ কিলোমিটার সড়ক ব্যবহার করে বরিশাল মালিক সমিতির বাস চলাচল করছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। কিন্তু ঝালকাঠির বাস ঝালকাঠি-বরিশাল ছাড়া অন্য কোন রুটে চলতে দেয়া হচ্ছে না। বরিশাল-কুয়াকাটা রুটে ঝালকাঠির বাস চলাচল করতে দেয়ার দাবিতে দীর্ঘ দিন এই ৮ রুটে বাস চলাচল বন্ধ রাখলেও এর কোন সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে দাবী আদায়ে এ কর্মসূচি দেয়া হয়েছে বলে জানায় ঝালকাঠি বাস মালিক সমিতি।
বিডিপ্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান