ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা থেকে ৩৯১ পিস ইয়াবাসহ প্রিন্স মাহমুদ (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক প্রিন্স গোয়ালচামট এলাকার মো. ফারুক হোসেনের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের গোয়ালচামট এলাকার দুই নম্বর সড়কের প্রিন্সের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। ১৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক করে। এ সময় সেখান থেকে তাকে দুটি নীল রঙের প্যাকেটে রাখা ৩৯১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বিডিপ্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান