রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে শুরু হয়েছে ‘জীবনানন্দ মেলা’।
আগামী ১৭ ফেব্রুয়ারি কবি জীবনানন্দ দাশের জন্ম বার্ষিকী। এ উপলক্ষ্যে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ মাঠে তৃতীয় বারেরমত তিন দিনব্যাপী জীবনানন্দ মেলার আয়োজন করে উত্তরন সাংস্কৃতিক সংগঠন।
বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সাংস্কৃতিজন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহানআরা বেগম।
পরে সংগঠনের সভাপতি দিদারুল ইসলামের সভাপতিত্বে উদ্ধোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার পাল, নাট্যজন সৈয়দ দুলাল, সাংবাদিক সাইফুর রহমান মিরন সহ অন্যান্যরা। মেলায় ৩৪টি স্টল রয়েছে। ৩ দিনব্যাপী মেলায় প্রতিদিন বিভিন্ন সেমিনারসহ রয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন