দিনাজপুরের বীরগঞ্জে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টায় পৌর শহরের ঢেপা নদী স্লুইসগেট সংলগ্ন এলাকা থেকে ছেলে নবজাতকের লাশটি উদ্ধার করে।
বীরগঞ্জ থানার এসআই মোঃ সাইদুর রহমান জানান, শুক্রবার রাতে একটি নবজাতক মৃত অবস্থায় পৌর শহরের ঢেপা নদী স্লুইসগেট সংলগ্ন এলাকায় ফেলে পালিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি। সকালে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নবজাতকটি ছেলে এবং আনুমানিক ১দিন বয়সের হতে পারে।
বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মহছেউল গনি নবজাতকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন