লালমনিরহাটে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে সদর উপজেলার কালেক্টরেট মাঠে তাবলিগ জামাতের আয়োজনে ইজতেমাটি শুরু হয়েছে। শনিবার দুপুরে মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হবে।
জানা গেছে, দ্বিতীয় বারের মতো লালমনিরহাট সদর উপজেলার কালেক্টরেট মাঠে ইজতেমার জন্য বিশাল প্যান্ডেল তৈরি করে শুরু হলো এ ইজতেমা। জেলার ৫টি উপজেলাসহ আশপাশের জেলার কয়েক হাজার মুসল্লিরা ইজতেমা মাঠে জমায়েত হয়েছেন।
এদিকে আগত মুসল্লিদের থাকার জন্য পুরো মাঠে সামিয়ানা সাটানো হয়েছে। তৈরি করা হয়েছে পর্যাপ্ত ওযু ও গোসলের ব্যবস্থা। বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যুৎ সংযোগ, স্বাস্থ্য সম্মত টয়লেট স্থাপন করা হয়েছে। ইজতেমা মাঠে নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্ত পুলিশ, ভ্রাম্যমাণ মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। তাছাড়াও সার্বক্ষণিক ওয়াচ টাওয়ারে থাকবে নিরাপত্তা ব্যবস্থা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন