বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্ট নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় জুয়েল চন্দ্র শীল (২৬) নামের এক যুবক গ্রেফতার হয়েছেন। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে শুক্রবার সন্ধ্যার দিকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে ফেনী সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই মামলায় এতদিন তিনি পলাতক ছিলেন।
এদিকে জুয়েল জানতেন না যে তার নামে দেশের সকল ইমিগ্রেশনে রেড এলার্ট রয়েছে। শুক্রবার ইমিগ্রেশন কাউন্টারে পাসপোর্ট জমা দেয়ার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়। জুয়েল লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরলক্ষ্মী গ্রামের বেজু কুমার শীলের ছেলে।
ইমিগ্রেশন পুলিশের ওসি তরিকুল ইসলাম জানান, ফেনী সদর থানায় জুয়েল চন্দ্র শীলের নামে একটি মামলা রয়েছে। যার নং- ৩৯ তারিখ-১৫/০২/১৫। ওই মামলায় দীর্ঘদিন ধরে জুয়েল চন্দ্র শীল পলাতক ছিলেন। তিনি যেন দেশের বাইরে পালিয়ে যেতে না পারেন সে জন্য বিভিন্ন স্থল ও বিমান পথে তার নামে রেড এলার্ট জারি করে পুলিশ। পরে মামলার ব্যাপারে নিশ্চিত হয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল