গোলাম মোস্তফার মৃত্যুতে শূন্য হওয়া গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ফলে আজ থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন বলে জানা গেছে।
জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত আফরোজা বারী (নৌকা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি (লাঙল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খাঁন (আম) ও গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ) প্রতীক পেয়েছেন।
এর আগে, গত বছরের ১৯ ডিসেম্বর মারা যান গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা। পরবর্তীতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১৩ মার্চ এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব