উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে জামালপুরের ৫টি আসনেই আওয়ামী লীগকে বিজয়ী করার আহবান জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
শনিবার জামালপুরের ঐতিহ্যবাহী সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একশত বছরপূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠান উদ্বোধন করেন সংসদ সদস্য রেজাউল করিম হীরা।
আরও বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার দোলোয়ার হোসেন ও জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা