সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের তাড়াশ হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিম খানার ২৬টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
একই সঙ্গে মাদ্রাসার নামফলক ও শ্রেনী কক্ষের বেড়ার টিন ভাংচুর করেছে। শুক্রবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। গাছগুলো কেটে ফেলায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
মাদ্রাসার সহকারী শিক্ষক সাইদুর রহমান জানান, পরীক্ষা শেষ হওয়ায় মাদ্রাসা ছুটি দেয়া হয়েছে। মাদ্রাসায় কেউ না থাকার সুযোগে রাতের আধারে দুর্বৃত্তরা আমগাছগুলো কেটে ফেলেছে। এছাড়াও মাদ্রাসার প্রবেশ পথে থাকা একটি বড় নামফলক ও শ্রেণি কক্ষের বেড়ার টিন ভাংচুর করেছে।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর রহমান জানান, মাদ্রাসা কর্তৃপক্ষ মৌখিকভাবে বিষয়টি তাকে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিডিপ্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান