ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির দৌলতপুরে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষা সফরের বাস খাদে পড়ে দশ জন আহত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে ফায়ার বিগ্রেড এবং হাইওেয়ে পুলিশের উদ্ধারকারী দল দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, কুমিল্লা কোটবাড়ী শালবন বৌদ্ধ বিহারে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা শিক্ষা সফরে আসে। মোট ১৮টি বাস যোগে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষা সফরে অংশ নেয়। এর মধ্যে ৭ নম্বর বাসটির সামনের একটি চাকা ফেটে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে এ দুর্ঘটনার শিকার হয়।
বিডিপ্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান