সাতক্ষীরা-খুলনা মহাসড়কে দু'টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লিটন হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে মহাসড়কের তালা উপজেলার কুমিরা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
নিহত লিটন হোসেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার জুরকাটি গ্রামের মৃত খালিদ মৃধার ছেলে। আহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান। পতিমধ্যে চালকের সহকারী লিটনের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার