অতিরিক্ত কুয়াশার কারণে রবিবার সকাল ৯টায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ভোর ৬টা থেকে বন্ধ ছিল ফেরি চলাচল।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন জানান, ভোরে আকস্মিক কুয়াশা পরায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কমলে সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এসময় দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোটও বন্ধ রাখা হয়।
বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ