রক্তদানসহ ক্যান্সার, থ্যালাসেমিয়া ও গর্ভবতী মায়েদের সচেতনতায় ময়মনসিংহে সাইকেল শোভাযাত্রা শুরু করেছে রক্তদাতাদের সংগঠন ‘ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি’।
বৃহস্পতিবার সকালে টাউনহল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ শোভাযাত্রার উদ্বোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু। পরে শোভাযাত্রাটি জেলার মুক্তাগাছা উপজেলার উদ্দেশে যাত্রা করে।
আয়োজকরা জানান, শোভাযাত্রাটি ময়মনসিংহের সবকটি উপজেলা প্রদক্ষিণ করে আগামী ৩১ মার্চ ধোবাউড়া উপজেলায় গিয়ে শেষ হবে। যাত্রা পথে রক্তদানসহ ক্যান্সার, থ্যালাসেমিয়া ও গর্ভবতী মায়েদের সচেতনতায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। তিনদিনের এই সাইকেল শোভাযাত্রায় ২৫ জন সাইক্লিস্ট অংশ নিয়েছেন।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম