যশোরের ঝিকরগাছায় বাবর আলী কাঠু (৭০) নামে এক কৃষক খুন হয়েছেন। তার মাদকাসক্ত ছেলে আনারুল ইসলাম (৩৫) তাকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ আনারুলকে আটক করেছে। বুধবার দিবাগত রতে ঝিকরগাছার মাঠুয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের ভাই নজরুল ইসলাম জানান, রাতের খাবার শেষে নজরুল ইসলাম ঘুমাতে যাচ্ছিলেন। এসময় ছেলে আনারুল তাকে কুপিয়ে হত্যা করে।
স্থানীয় ইউপি মেম্বর রফিকুল ইসলাম জানান, বাবর আলী কৃষিকাজ করতেন। তার ছেলে আনারুল মাদকসেবী। স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে আনারুলকে তিনবার জেলহাজতে দেওয়া হয়েছিল। কিন্তু সে মাদকের নেশা ছাড়তে পারেনি। বুধবার রাতে আনারুল তার বাবার কাছে মাদক কেনার জন্য টাকা চায়। টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সে বিচালি কাটার বটি দিয়ে তার বাবার ঘাড়ে কোপ দেয়। পরিবারের লোকজন ওই রাতেই গুরুতর অবস্থায় বাবর আলীকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পথেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ থানায় নিয়ে যায়।
ঝিকরগাছা থানার ওসি আবু সালেহ মোহাম্মদ মাসুদ করিম বলেন, নেশার টাকা না দেওয়ায় বাবর আলী নামে এক কৃষক নিজ ছেলের হাতে খুন হয়েছেন। পুলিশ মাদকাসক্ত আনারুলকে আটক করেছে।
বিডি-প্রতিদিন/২৯ মার্চ, ২০১৮/মাহবুব