বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ বলেছেন, ৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে অনেক দল ও ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় ছিল। তারা সকলেই ধর্মের দোহাই দিয়ে হীন রাজনৈতিক কর্মকান্ড করেছে। একমাত্র শেখ হাসিনাই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের নিশ্চয়তা দিতে পারেন এবং দিয়েছেন।
শ্রশ্রী হরিচাঁদ ঠাকুরের ২০৭তম আবির্ভাব উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ শ্রীধাম লক্ষ্মীখালীতে মতুয়া সংঘের ৯৬তম বারুণী স্নানোৎসবে আগত ভক্তদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সোহাগ আরও বলেন, এদেশে আর কখনোই সাম্প্রদায়িক কোন শক্তির উত্থান হতে দেওয়া হবে না।
শ্রীধাম লক্ষ্মীখালীর গদিনশীন সেবাইত সাগর সাধু ঠাকুর, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, মহিলা আ. লীগের সভাপতি আজমীন নাহার, শরণখোলা উপজেলা চেয়ারম্যান ও আ. লীগ সভাপতি কামাল উদ্দিন আকন, অ্যাড. অমিত বড়াল, চেয়ারম্যান শাজাহান আলী খান, ছাত্রলীগ সভাপতি ওবাইদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আবু ফয়েজ নিশাত, যুবলীগ নেতা রাসেল হাওলাদার এসময় তার সাথে ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার