দিনাজপুরের ফুলবাড়ী-আমডুঙ্গি সড়কে বালুবাহী ট্রলির চাপায় ফয়জুল্যা নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
অদক্ষ চালক বেপোরোয়া ভাবে ট্রলিগুলোতে বালু বহন করার কারণে এধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে বলে স্থানীয়রা জানায়।
গত বুধবার সন্ধ্যার আগে ফুলবাড়ী উপজেলার ইউপি ফুলবাড়ী-আমডুঙ্গি সড়কের সড়কের রাজারামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়জুল্লা (৬৪) ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের আমডুঙ্গির হাট এলাকার মৃত তাহের উদ্দিনের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, বৃদ্ধ ফয়জুল্লা ফুলবাড়ীর শহরে আসার পথে পিছন থেকে আসা বালুবাহী ট্রলি চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন