টেকনাফে ১৬ হাজার ইয়াবা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এসময় দুই পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার আবদুল মজিদের ছেলে ফকির আহমদ (৩০) ও নতুন পল্লান পাড়ার আবদুর রহিমের ছেলে মো. উসমান (৩১)।
আজ বিকাল দুইটার দিকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনের প্রধান সড়ক দিয়ে বালতি নিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের আটক করে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে অপরিচিত দুই ব্যক্তি মাছ ভর্তি বালতি নিয়ে হেঁটে যাওয়াটি তাদের সন্দেহ হয়। এসময় এএসআই অজিত চন্দ্র সূত্রধর তাদের শরীর ও বালতি তল্লাশি করার এক পর্যায়ে বিশেষ কায়দায় লুকানো বালতির মাছের নীচে ১৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
আটক ব্যক্তিদের বিরোদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার