বাগেরহাটের কচুয়া উপজেলায় এক মৎস্য ব্যবসায়ী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মনা শিকদার, বয়স ৫৫ বছর। শুক্রবার সকালে তার বাড়ির পাশে একটি ছবেদা গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম শিকদার জানান, মনা এলাকায় মাছের পোনার ব্যবসা করতেন। কিছুদিন আগে তার বড় ছেলের পা ভেঙে যায়। বড় ছেলেকে চিকিৎসা করাতে তার লোন করতে হয়েছে। ধারণা করা হচ্ছে লোন থেকে বাঁচতে তিনি আত্মহত্যা করেছেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মনা উপজেলার বাধাল ইউনিয়নের আফরা গ্রামের মৃত আ. রাজ্জাকের ছেলে।
বিডি প্রতিদিন/৩০ মার্চ, ২০১৮/ওয়াসিফ