বগুড়ার ধুনট উপজেলায় ইট বোঝাই ট্রলির চাপায় রায়হান আলী সেখ (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত রায়হান আলী ধুনট উপজেলার আমদানিপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে এবং খাটিয়ামারি উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মথুরাপুর-খাটিয়ামারি সড়কের কাশিয়াহাটা সেতুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বড় ভাই রাজু আহম্মেদ (২০) আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজু আহম্মেদ কাশিয়াহাটা গ্রামের আব্দুল আলিমের মালিকানাধীন জননী ব্রিক্স নামে ইটভাটায় ট্রলি দিয়ে ইট পরিবহনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। বড় ভাই রাজু আহম্মেদকে ইট পরিবহনে সহযোগিতা করে স্কুলছাত্র রায়হান। শুক্রবার সকালের দিকে জননী ব্রিক্স থেকে অতিরিক্ত ইট বোঝাই ট্রলি নিয়ে মথুরাপুর বাজারের দিকে রওনা হয় দুই ভাই।
পথিমধ্যে কাশিয়াহাটা সেতুর উপর উঠতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলির উপর বসে থাকা রায়হান নিচে পড়ে যায়। এসময় ট্রলির চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র রায়হান ঘটনাস্থলেই মারা গেছে। এ অবস্থায় আহত রাজু আহম্মেদকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর