টাঙ্গাইলের নাগরপুরে মোটরচালিত রিকশায় ওড়না পেঁচিয়ে ব্রিজের নিচে পড়ে এক অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সদরের থানা কমপ্লেক্সের সামনে বেইলি ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
নিহত রাহেলা বেগম (৪৫) সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কুরকি গ্রামের বেলায়েত সিকদারের স্ত্রী।
নাগরপুর থানার ওসি মো. মাইনউদ্দিন জানান, রাহেলা বেগম সকাল সাড়ে ১০টার দিকে আল্ট্রাসনোগ্রাম করার জন্য নাগরপুর পদ্মা ক্লিনিকে আসেন। সেখানে সিরিয়াল দিয়ে বাজার থেকে একটু দূরে মীরনগর গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে মোটরচালিত রিকশাযোগে বেড়াতে যান। রিকশাটি থানা কমপ্লেক্সে সংলগ্ন বেইলি ব্রিজে ওঠার পর তার গলার ওড়নাটি রিকশার চাকায় পেঁচিয়ে যায়।
এ সময় রিকশা থামাতে বললে রিকশাচালক দ্রুত ব্রেক করলে পেছন থেকে রাহেলা বেগম ব্রিজের রেলিংয়ের ওপর দিয়ে কমপক্ষে ৫০ ফিট নিচে গিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রোকনুজ্জামান খান জানান, হাসপাতালে পৌঁছার আগেই রাহেলা বেগমের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ মার্চ ২০১৮/হিমেল