নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাঈদ ভূঁইয়া (৫৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (৩১ মার্চ) সকালে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী জানান, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এলাকার মুন্সি গ্রুপের সঙ্গে ভূঁইয়া গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে সকালে মুন্সি গ্রুপের লোকেরা ভূঁইয়া বাড়িতে হঠাৎ হামলা চালায়। এসময় তারা সাঈদ ভূঁইয়াকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় সাঈদ ভূঁইয়াকে বাঁচাতে গিয়ে আহত হন অন্তত ১০ জন।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৮/হিমেল