বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর হাইস্কুল রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ টি দোকান পুড়ে গেছে।
শনিবার ভোর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে অন্তত ৫ জন আহত হয়েছেন।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফারুক হোসেন হাওলাদার জানান, শনিবার ভোর ৪টার দিকে বন্দরের হাইস্কুল রোডের বাদশা মিয়ার ইলেক্ট্র্রনিক্স দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে্আনে। আগুনে ৭টি দোকান পুরোপুরি পুড়ে যায়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন