উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী স্কুল শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের 'শতবর্ষ পূর্তি উৎসব' উদযাপন করা হয়েছে।
আজ শনিবার শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শতবর্ষ পূর্তি উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার বলেন, তরুণ সমাজকে সুশিক্ষিত করতে প্রধানমন্ত্রী শিক্ষা ট্রাস্ট গঠন করেছেন। সেখান থেকে দুস্থ অসহায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।
উৎসব কমিটির আহব্বায়ক ও সাবেক সচিব অশোক মাধব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, হবিগঞ্জ ৩ আসনের এমপি এডভোকেট মো, আবু জাহির, হবিগঞ্জ ২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ ৪ আসনের এমপি এডভোকেট মাহবুুব আলী, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার বিধান ত্রিপুরা ও শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ছালেক মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন জাহেদ চৌধুরী।
পরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১১ জনকে দেওয়া হয়েছে শতবর্ষ সম্মাননা স্মারক। পরে প্রধান অতিথি শতবর্ষ স্মারক ভবনের ভিত্ত প্রস্তর স্থাপন করেন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদর স্মৃতি চারণসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগদেন স্কুলের সাবেক ৫ হাজার শিক্ষার্থী ও তাদের পরিবার। এ উপলক্ষে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
বিডিপ্রতিদিন/ ই-জাহান