বগুড়ার নন্দীগ্রামে রাতে কলেজ শিক্ষকের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
গত শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে পৌর এলাকার কলেজ পাড়ায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের ইংরেজীর প্রভাষক ফজলুল করিম সুজা’র বাসায় এ হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তারা বাসার জানালা ও প্রাচীরের ঢেউটিন ভাংচুর করে এবং অকথ্য ভাষায় গালিগালজ করে। কলেজ শিক্ষক সুজা জানান, রাত ১১টার দিকে কে বা কাহারা তার বাসার জানালা ও প্রাচীরের টেউটিনে প্রচন্ড জোরে আঘাত করে ভাংচুর করতে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে বাসার মেইন গেট খুলতে বলে। তখন সে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
বগুড়ার নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) আব্দুস শুকুর জানান, খবর পেয়ে ঘটনা স্থল পরির্দশন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন