নরসিংদীর রায়পুরায় বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রাদান করেছে পুলিশের হাতে আটক এজাহার নামীয় আসামী। আজ সন্ধায় পুলিশ সুপাররের কার্যালয়ে প্রেস কন্ফারেন্স করে এই তথ্য জানান পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।
পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, আটক কৃত আব্দুল আলী মৃধা বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম হক (৭৫) হত্যার দায় স্বীকার করেছেন। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রাদান করেছে। একই সাথে জবানবন্ধিতে হত্যাকান্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়রে তথ্য দিয়েছেন। তদন্তের সাথে কারো নাম ও তথ্য প্রকাশ করা যাচ্ছে না। তবে অচিরেই হত্যাকান্ডের নেপথ্যের কারণসহ হত্যাকারীদের রহস্য উন্মোচন সম্ভব হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার