গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার দিনগত রাতে উপজেলার বালিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জহির আলী জানান, রাতে কালীগঞ্জ উপজেলার বালিগাঁও এলাকার ঢাকা-নরসিংদী রেললাইনের পাশ দিয়ে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি হেঁটে যাচ্ছিলো। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরে সোমবার সকালে তার মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার পরনে লাল খয়রী রঙের টি শার্ট ও কালো প্যান্ট রয়েছে।
নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই জহির।
বিডি প্রতিদিন/৭ মে ২০১৮/ওয়াসিফ