বগুড়ার শিবগঞ্জ উপজেলার ডাবইর নামক এলাকার একটি ধান ক্ষেত থেকে চারজন পুরুষের গলা কাটা ও হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে মরদেহ চারটি উদ্ধার করা হয়। তবে তাদের কারো নাম-পরিচয় জানা যায়নি। নিহতরা সবাই একই উপজেলার বাসিন্দা হতে পারেন বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার আটমূল ইউনিয়নের আলিয়ারহাটের উত্তরে ও গাঙ্গনই নদীর পশ্চিমে ডাবইর এলাকার একটি ধান ক্ষেতে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে শিবগঞ্জ থানার পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে নিহতদের নাম-পরিচয় এবং হত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার আব্দুল খালেক জানান, নিহতরা সবাই আটমূল ইউনিয়ন ও আশপাশের গ্রাামের বাসিন্দা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/৭ মে, ২০১৮/ফারজানা