জামালপুরের বকশীগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী লুৎফর (৩৫)। নিহতের নাম জরিনা, বয়স ৩৩ বছর। ঘটনার পর লুৎফরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জামালপুরের বকশীগঞ্জের পৌর এলাকার মালিরচর বেপারীপাড়ায় এ ঘটনা ঘটে।
মালিরচর গ্রামের বাসিন্দারা জানান, পারিবারিক কলহের জের ধরে সকালে লুৎফর তার স্ত্রী জরিনাকে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর লুৎফর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্বামী লুৎফরকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/৭ মে ২০১৮/ওয়াসিফ