শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাতে শারমিন আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শারমিন একই উপজেলার পাগারিয়া মির্জাবাজার এলাকার হাফেজ সোহেল মিয়ার মেয়ে।
সোমবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। শারমিন নিজপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে প্রাইভেট পড়ে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের বাগিচাপুর-মির্জাবাজার সড়ক দিয়ে সহপাঠিদের সঙ্গে ফিরছিল শারমিন। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হয় সে।
তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মেহেদি হাসান তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর