নীলফামারীর সৈয়দপুরে পুকুরে গ্যাসের সন্ধান মিলেছে। এটি নিশ্চিত হতে পরীক্ষা-নিরিক্ষার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এদিকে, দু'টি পুকুরের পানিতে কয়েকটি স্থানে বুদবুদের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসী।
সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পাটোয়ারী পাড়ার সাত্তার পাটোয়ারী ও আবুল হোসেনের দু'টি পুকুরের কয়েকটি স্থান থেকে বেশ কিছুদিন থেকে পানি বুদবুদ করছে। পুকুরের মালিক উপজেলা প্রশাসনকে জানালে পরির্দশন করেন উর্দ্ধতন কর্মকর্তারা। তা দেখতে ভিড় করছেন উৎসুক মানুষরা। গ্রামবাসী গ্যাস ভেবে আতঙ্কিত হয়েও পড়েছেন।
ওই পুকুর দু'টিতে দু’বছর থেকে মাছ চাষ করা যায় না। মাছের পোনা মারা যায় বলে জানিয়েছেন পুকুরের মালিক সাত্তার পাটোয়ারী।
স্থানীয়দের সতর্ক করে দিয়ে পুকুরের পানি পরীক্ষা নিরিক্ষা করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলে জানালেন নীলফামারী জেলা প্রশাসক খালেদ রাহীম।
বিডি প্রতিদিন/এ মজুমদার