তিন মাস ধরে বেতন না পাওয়ায় কাজ বন্ধ করে দিয়েছে রাজশাহী সিটি করপোরেশনের অস্থায়ী কর্মচারীরা। বেতনের দাবিতে আজ দুপুর ১২টার দিকে নগর ভবনে বিক্ষোভও করেছে তারা।
রাজশাহী সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুন জানান, অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া দু’হাজারেরও বেশি কর্মচারীকে তিন মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। আর স্থায়ী কর্মচারীদের বেতন আটকে আছে এক মাস ধরে। এতে মানবেতর জীবনযাপন করছেন তারা। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়ে কেবল সময় ক্ষেপণ করছে। তাই কর্মচারীরা বাধ্য হয়ে অনির্দিষ্টাকালের কর্মবিরতি শুরু করেছে। ২-১ দিনের মধ্যে দাবি মানা না হলে ওয়ার্ড পর্যায়েও কাজ বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার