দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০১৮ সালে অনুষ্ঠিত এসএসসির পরীক্ষার কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ায় বীরগঞ্জে ভূমিকা রাণী রায় (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
সোমবার সকাল ১০টায় বাড়ির গোয়াল ঘর হতে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ভূমিকা রাণী রায় বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের বানপাড়া গ্রামের হেমন্ত রায়ের মেয়ে।
ভূমিকা রাণীর বাবা হেমন্ত রায় জানান, ভূমিকা রাণী রায় নিজপাড়া উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। রবিবার ফলাফল প্রকাশের পর জানা যায় ভূমিকা রাণী রায় ৩.৬১ পেয়ে পাস করেছে। ফলাফলে সে খুশি না হওয়ায় বেশ কান্নাকাটি করে। আমরা তাকে বুঝিয়ে শান্ত করি। এরপর সে রাতে ভাত খাওয়ার পর নিজ ঘরে ঘুমাতে যায়। সোমবার ভোরে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গরু বের করতে গিয়ে মেয়ের ঝুলন্ত মৃতদেহ দেখতে পাই। পুলিশকে সংবাদ দেওয়া হলে তারা এসে মৃত উদ্ধার করে।
বীরগঞ্জ থানার এসআই মো. নুরল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটি আবেগতাড়িত হয়ে আত্মহত্যা করেছে।
বিডি-প্রতিদিন/০৬ মে, ২০১৮/মাহবুব