বাগেরহাটের ফকিরহাটে এসএসসি পরীক্ষায় কাঙ্খিত ফল না হওয়ায় জোবায়দা খানম মিম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
রবিবার রাতে মিম বিষ পান করে আত্মহত্যা করে। জোবায়দা খানম মিম ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং শুভদিয়া কেবি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিল।
সোমবার দুপুরে নিহতের লাশের ময়না তদন্ত বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।
শুভদিয়া কেবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত দাস জানান, জোবায়দা খানম মিম মেধাবী শিক্ষার্থী ছিল। রবিবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে মীম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়। কাঙ্খিত ফল এ-প্লাস না পাওয়ায় অভিমান করে মিম বিষ পান করে আত্মহত্যা করে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ শেখ জানান, স্থানীয়দের কাছে জোবায়দা খানম মিমের আত্মহত্যার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এবিষয়ে ফকিরহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান