আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে দিনাজপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত হচ্ছে। মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে 'আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও' বিশ্বকবির এ কবিতা আবৃত্তির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমী ও জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুর শাখার এ আয়োজন চলবে সন্ধ্যা পর্যন্ত।
প্রভাতী অনুষ্ঠানে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুরের সভাপতি রবিউল আউয়াল খোকার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আহাদ আলী। এছাড়াও ছিলেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুরের সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল সৈকত মতিন, সহ-সভাপতি মানস বন্দোপধ্যায়। মো. আবু সাঈদের পরিচালনায় শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে।
বিডি প্রতিদিন/৮ মে, ২০১৮/ফারজানা