১৯০তম বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে দিনাজপুরে নানা কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের উদ্যোগে শহরের পাহাড়পুর ইউনিট কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়।
সাড়ে ৯টায় দিনাজপুর জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীর নেতৃতে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
দ্বিতীয় পর্বে ইউনিট কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. বজলুল হক, ইউনিট সেক্রেটারী মো. আলাউদ্দিন, নির্বাহী সদস্য কামরুল হুদা হেলাল, বাবু রনজিৎ কুমার সাহা, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু, আজীবন সদস্য আবুল কালাম আজাদ, সাবেক সিভিল সার্জন ডা. মো. আব্দুল করিম প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কর বিতরণ করা হয়। যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান ময়নুলের সার্বিক ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ, ইউনিটের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আজীবন সদস্যবৃন্দ, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৮ মে ২০১৮/হিমেল