রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ৪ ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো- জুয়েল পাংখোয়া (২২),জোসেফ পাংখোয়া (২৫), জুবা পাংখোয়া (৩০) এবং জেনী পাংখোয় (২১)। আটককৃতরা সবাই ভারতের মিজোরাম রাজ্যর মামিত জেলার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে তাদের রাঙামাটি আদালতে হাজির করা হয়।
এ ব্যাপারে রাঙামাটি কোর্ট ইন্সপেক্টর মো. সরাফিল মজুমদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃত চার ভারতীয় নাগরিকদের বাঘাইছড়ি উপজেলা সাজেক থানা থেকে রাঙামাাটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঝুমু সরকারের আদালতে হাজির করা হয়। এসময় আদালত পরবর্তী সময় নিদ্ধারণ করে তাদের রাঙামাটি জেলা গারাগারে প্রেরণে নিদের্শ দেন। অভিযুক্তদের বিরুদ্ধে সাজেক থানায় বাংলাদেশ কন্টোল এনটিএ্যাক্ট এল ৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের একটি ব্যক্তিমালিকাধীন হোটেলে অবস্থান করছিলেন এসব ভারতীয় নাগরিক এবং ওইদিন বিকেলে ওই এলাকায় ঘুরাফিরা করার সময় পুলিশের নজরে আসে। পরে সাজেক থানায় এস আই মো. রজব আলীর নেতৃত্বে জুয়েল পাংখোয়া, জোসেফ পাংখোয়া, জুবা পাংখোয়া এবং জেনী পাংখোয়কে আটক করা হয়। পরে থানায় পুলিশ তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা সীমান্তবর্তী এলাকা ভারতের নাগরিক ও মিজোরাম রাজ্যেরবাসীন্দা বলে দাবি করেন। কিন্ত অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে পুলিশ তাদের বিরুদ্ধে সাজেক থানায় বাংলাদেশ কন্টোল এনটিএ্যাক্ট এল ৪ ধারায় মামলা দায়ের করা হয়। তারা সবাই পাংখোয়া সম্প্রদায়ের।
বিডি প্রতিদিন/এ মজুমদার