খাগড়াছড়িতে ব্রাশফায়ারে নিহতদের স্মরণে শোক সভা করেছে জেএসএস লারমা গ্রুপ। খাগড়াছড়ির কদমতলীস্থ সংলগ্ন উন্নয়ন বোর্ড রেষ্ট হাউজ এলাকায় মঙ্গলবার এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সদস্য দূর্গা রাণী চাকমার সভাপতিত্বে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা, রাজনৈতিক সম্পাদক বিভু রঞ্জন চাকমা, সদস্য উজ্জল ত্রিপুরা, চিত্র বিকাশ চাকমা (রাঙ্গামাটি), আরাদ্ধ চাকমাসহ দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
শোক সভায় নিহতদের স্মরণ করে নানা বিষয়ে স্মৃতি চারণ করে বক্তারা খুনীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থেকে জুম্ম জাতীর অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করার আহবান জানিয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করেন।
উল্লেখ, গত ৩ মে নানিয়াচর উপজেলা চেয়ারম্যান এড. শক্তিমান চাকমা ও ৪ মে তার অন্তেষ্ট্যিক্রিয়ার যাওয়ার সময় বেতছড়ি এলাকায় ইউপিডিএফ গণতান্ত্রিক প্রধান তপন জ্যোতি বর্মা, সদস্য সুজন চাকমা,টনক চাকমা, সেতু লাল চাকমা ও ভাড়ায় চালিত মাইক্রোবাস চালক মো: সজিব ব্রাশফায়ারে নিহত হয়।
বিডি প্রতিদিন/৮ মে ২০১৮/হিমেল