সন্ত্রাস, জঙ্গি ও মাদকমুক্ত দেশ গড়তে রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ বুকে লালন করে সিরাজগঞ্জের রবীন্দ্র কাচারি বাড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। নানা বয়সী রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রবীন্দ্র কাচারি বাড়ি। সকাল ১১টায় রবীন্দ্র অডিটোরিয়ামে দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন।
অনুষ্ঠানে কবির স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হোসাইন খাঁন প্রমুখ।
রবীন্দ্র ভক্তরা বলেন, রবীন্দ্রনাথ তার সাহিত্য কর্মে দৈনন্দিন ও সামাজিক-রাষ্ট্রীয় জীবনের সব নির্দেশনা রয়েছে। তার সাহিত্য অনুসরণ করলে মানুষের জীবন সার্থক হবে। আর তার সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়ে তোলা সম্ভব হবে। অন্যদিকে, এবারের রবীন্দ্র জন্মবার্ষিকীতে রবীন্দ্র কাচারী বাড়িতে রবীন্দ্রনাথের ভাস্কর্য, রবীন্দ্র পাঠাগার ও প্রতিবছরের জন্মজয়ন্তীতে বইমেলার দাবি জানিয়েছেন রবীন্দ্র ভক্তরা।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন জানান, ইতোমধ্যে শাহজাদপুরবাসীর দাবির প্রেক্ষিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে। আগামীতে রবীন্দ্র কাচারি বাড়িতে বৃহদাকারে রবীন্দ্র লাইব্রেরী ও ভাস্কর্য স্থাপন করা হবে। আগামী থেকে প্রতিবছর বইমেলার আয়োজন করা হবে।
বিডি প্রতিদিন/৮ মে ২০১৮/হিমেল