বরিশালে নানা আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির উদ্যোগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশাসনিক ভবন-১ এর নিচ তলায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বাংলা বিভাগের চেয়ারম্যান শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এস এম ইমামুল হক। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পৃথিবীতে এমন কিছু মানুষ আসেন যারা তাদের কর্মের মাধ্যমে যুগযুগ ধরে পরিচিত হয়ে থাকেন। তাদের একজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনিই একমাত্র কবি যিনি ৩টি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। রবীন্দ্রনাথ তার লেখনীর মাধ্যমে সমাজ ও রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন রবীন্দ্রনাথের এক একটি গান আমাদের প্রেরণা যুগিয়েছে। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবি ঠাকুরের গাওয়া গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নিয়েছেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় প্রধানগণ, প্রভোস্টবৃন্দ, শিক্ষকমন্ডলী, পরিচালকগণ, শিক্ষার্থীবৃন্দ, দফতরপ্রধানগণ, কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় রবীন্দ্র সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা ও নাটক মঞ্চায়িত হয়।
শেষে বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপনে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে, মঙ্গলবার বিকেলে ‘বাংলাদেশ বেতার’ বরিশাল এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ে ‘শ্রোতা আনন্দ মেলা-২০১৮’ অনুষ্ঠিত হয়। বেতারের আঞ্চলিক পরিচালক এস. এম. জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান এবং ইউনিসেফ বরিশাল বিভাগের প্রধান এএইচ তৌফিক আহমেদ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে নবগঠিত বেতার শ্রোতা ক্লাবের সদস্যদের মাঝে রেডিও সেট বিতরণ এবং বেতারের বিশিষ্ট শিল্পীগণের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিকে, দিবসটি উপলক্ষে অশ্বিনী কুমার হলে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত নিখিল সেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
কাজল ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক জন মানবেন্দ্র ব্যাটবল, সমন্বয় পরিষদ সভাপতি এস এম ইকবাল, সরকারি বিএম কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ হালদার।
এর আগে, মঙ্গলবার সকালে অশ্বিনী কুমার হলের সামনে রক্ষিত বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় চারুকলা বরিশাল।
বিডি প্রতিদিন/০৮ মে ২০১৮/এনায়েত করিম