টাঙ্গাইলের মধুপুরে ক্ষমতার অপব্যবহার করে হয়রানি করার অপরাধে বন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। অরণখোলা রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম, সদর বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার মন্ডল ও বন প্রহরী কামরুজ্জামান মোল্ল্যার বিরুদ্ধে টাঙ্গাইল আদালতে ফৌজধারী কার্যবিধিতে পৃথক দুটি মামলা করা হয়েছে।
মামলা দুটি করেছেন মধুপুর উপজেলার অরণখোলা গ্রামের মৃত হযরত আলী খানের ছেলে মোহাম্মদ আলী খান (৫৫)।
মামলা বিবরণে জানা যায়, মোহাম্মদ আলী খানের ৪৫ বছরের স্বত্বদখলীয় অরণখোলা মৌজার ৮১৬ নং দাগের জমি থেকে উচ্ছেদ করার জন্য বাড়িতে হামলা করেন বন কর্মকর্তারা। তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বলেন।
মোহাম্মদ আলী খান জানান, ১ নং খতিয়ানের ঐ জমি জেলা প্রশাসকের নিকট থেকে পত্তন নিয়ে ৪৫ বছর যাবৎ ভোগদখল ও বসবাস করছে। তিনি আরো বলেন- বন বিভাগের লোকজন ও তাদের দালালদের অত্যাচারে তিনি ও তার পরিবারের লোকজন বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
এ ব্যাপারে অরণখোলা কামারচালা সদর বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার মন্ডল মামলার কথা স্বীকার করে জানান, মোহাম্মদ আলী খান আমাদের বন বিভাগের ২ নং খতিয়ানের ৮১৬ দাগের জমি ভুয়া কাগজপত্র করে স্থায়ীভাবে দখল করার চেষ্টা করছে।
এ ব্যপারে মধুপুরের সহকারী বন সংরক্ষক এমএ হাসান বলেন, এ ব্যাপরে আদালতে মামলা হয়েছে। আদালতে বিচারাধীন বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। মামলার বাদীকে হুমকির বিষয়ে অস্বীকার করে বলেন, বন বিভাগের জায়গায় অবস্থান করে বাদী মোহাম্মদ আলী খান নানা ধরনের অপকর্ম করে আসছে বিধায় তাকে সতর্ক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার