বরিশালের আগৈলঝাড়ায় জমি নিয়ে মামলার বিরোধকে কেন্দ্র করে ভাইয়ের স্ত্রীর হামলায় তৈয়ব আলী (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এঘটনায় নিহতের ছেলে থানায় হত্যা মামলা দায়ের করতে চাইলেও উপজেলা ভাইস চেয়ারম্যান মিমাংশার নামে হত্যার ঘটনা চাপা দিতে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার নিহত তৈয়ব ওই উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে স্বপন বেপারী জানান, জমি নিয়ে তার বাবার সাথে তার চাচা তাহের বেপারীর দির্ঘদিন মামলা চলে আসছে। ওই মামলা নিয়ে তার বাবার সাথে সকালে তাহের বেপারী স্ত্রী হাওয়া বেগমের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হাওয়া বেগম ধাক্কা দিয়ে তার বাবাকে ইটের রাস্তার উপর ফেলে দিলে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। হামলাকারী হাওয়া বেগমের চাচাতো ভাই উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম সরদার ঘটনা আপোষ মিমাংসা করে দেওয়ার নামে হত্যার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেস্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
আগৈলঝাড়া থানার ওসি আব্দুর রাজ্জাক মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের ছেলে স্বপন বাদী হয়ে মামলা করার কথা পুলিশকে জানিয়েছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার