বরিশাল জিলা স্কুলে মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভায় লাল কার্ড প্রর্দশন করা হয়েছে। আজ মঙ্গলবার জিলা স্কুলের অডিটরিয়ামে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘের’ আয়োজনে লাল কার্ড প্রদর্শন, শিক্ষার্থীদের শপথ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শহিদুল ইসলাম শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মাদক থেকে দূরে থাকা, ইভটিজিং না করা, ছেলেদের ২১ বছর ও মেয়েদের ১৮ বছর বয়সের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে এবং সব সময় সত্য কথা বলতে শপথবাক্য করান। অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম কামরুল আলম চৌধুরী ও সাংস্কৃতিক সংগঠক সাইদুর রহমান পান্থ।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম জানান, গত ৮ মার্চ পঞ্চগড় তেঁতুলিয়া থেকে কক্সবাজার টেকনাফ পর্যন্ত টিফিনের জমানো টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন করার লক্ষ্যে সফর করছে লাল সবুজ উন্নয়ন সংঘ। ৩৩তম জেলা হিসেবে আজ বরিশাল জেলায় এই কার্যক্রম শেষ হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার