লক্ষ্মীপুরে র্যাবের বিশেষ অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে প্রত্যেকের ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খবিরুল আহসান। আজ দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে বুধবার র্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শহরের সাহাপুর এলাকা থেকে তাদের আটক করে বলে জানায় র্যাব। সাজাপ্রাপ্তরা হল- মো. মামুন, মো.সুমন, রিয়াজ ও মফিজ উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন র্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা, সহকারি পুলিশ সুপার মো. ইকবাল হোসেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার