চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মিরাজুল ইসলাম মিরা নামের এক ডাকাত নিহত হয়েছে। ডাকাত মিরার বিরুদ্ধে ডাকাতি হত্যাসহ ৮টি মামলা আছে।
বুধবার দিবাগত রাত ২টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি সাটারগান, তিনটি রামদা ও তিনটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, দামুড়হুদার হাতিভাঙ্গা গ্রামের মৃত হাফিজ মন্ডলের ছেলে মিরাজুল ইসলাম ওরফে মিরাকে বুধবার সন্ধ্যায় অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। মিরার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ২টার দিকে অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ মিরাকে নিয়ে গোবিন্দহুদা গ্রামের ঈদগা মাঠের কাছে যায়। একপর্যায়ে ঘটনাস্থলে আগে থেকে ওৎ পেতে থাকা মিরার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
তিনি আরও জানান, গুলিবিনিময়ের সময় মিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বন্দুকযুদ্ধে নিহত হয় মিরা। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিরার লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর