জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেপিআই ভিত্তিতে সারাদেশের ২১টি কলেজের মধ্যে রংপুর বিভাগের একমাত্র দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়কে 'মডেল কলেজ'র স্বীকৃতি প্রদান করা করা হয়েছে।
বৃহস্পতিবার 'মডেল কলেজ'র স্বীকৃতি প্রদান করায় আর্দশ কলেজ ও দিনাজপুরবাসী গর্ববোধ করছে জানিয়ে সংবাদ সম্মেলন করে কলেজের শিক্ষবৃন্দ।
বৃহস্পতিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান জানান, যে কারণে আদর্শ মহাবিদ্যালয় জাতীয় বিশ্বদ্যিালয়ের কেপিআই অর্ন্তভুক্ত হয়েছে সেগুলো হচ্ছে, সমৃদ্ধ শিক্ষা বান্ধব গর্ভনিং বোর্ডি, শিক্ষার অনুকুল পরিবেশ ও শিক্ষা কার্য্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী সংখ্যা, গ্রন্থাগার, সমৃদ্ধ বিজ্ঞান গবেষণাগার রয়েছে। বর্তমানে ১৩টি বিষয়ে ডিগ্রী অনার্স কোর্স এবং পরবর্তী শিক্ষা বর্ষ থেকে আরো ২টি বিষয়ে অর্নাস কোর্স চালুর অপেক্ষায় রয়েছে। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ৪ হাজার, ১০৫ জন শিক্ষক যা একটি ছোট বিশ্ববিদ্যালয় সমতুল্য। এই মহাবিদ্যালয়ে সংরক্ষন রয়েছে ২০ সহস্রাধিক গ্রন্থ সম্বলিত একটি গ্রন্থাগার। এছাড়াও ১৩টি বিষয়ে অনার্স বিভাগে বিভাগীয় সেমিনার লাইব্রেরি রয়েছে যেখানে প্রতিটি সেমিনার লাইব্রেরিতে কমপক্ষে ৩ হাজার গ্রন্থ রয়েছে।
তিনি আরো জানান, এইচএসসি পর্যায়ে পাশের ৭৭% অনার্স পর্যায়ে পাশের হার ৯৯% এবং অনার্স পর্যায়ে প্রতিটি বিষয়ে গড়ে ৫৫% শিক্ষার্থী প্রথম শ্রেণি পেয়ে উত্তীর্ণ হয়। ফলশ্রুতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পারপোমেন্স র্যাংকিং-এ ২০১৬-তে আর্দশ কলেজ রংপুর বিভাগে ৭ম স্থান অধিকার করেছে।
সংবাদ সম্মেলনে ছিলেন, আদর্শ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ হাসিনা আখতার বানু, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শাহ্ মিজানুর রহমান, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোছাঃ রুবি আফরোজ, রসায়ন বিভাগের পরিমল চক্রবর্ত্তী এবং রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক সাজ্জাদুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন