কিশোরগঞ্জের নিকলী উপজেলার গোড়াদিঘা গ্রামে বজ্রপাতে মোমেনা খাতুন (৫০) নামে এক নারী কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাড়ির সামনে ধান মাড়াইয়ের কাজ করার সময় এ দুর্ঘটনার শিকার হন তিনি।
মৃত মোমেনা খাতুন গোড়াদিঘা গ্রামের কালু মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির সামনে ধান মাড়াইয়ের কাজ করছিলেন মোমেনা খাতুন। এ সময় ভারি বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মোমেনার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/১০ মে ২০১৮/এনায়েত করিম